(স্বরবৃত্ত ছন্দ
মাত্রা-৪+৪+৪+৩)


এইতো সেদিন হঠাৎ করে
রাতের তারা দেখতে যাই,
দেখতে গিয়ে মনে হলো
আমার পাশে সঙ্গী নাই।


সঙ্গী আমি খুঁজতে গিয়ে
চাঁদকে দিলাম একটা ডাক,
বলছি তখন মনে মনে
চাঁদটা যেন আমার থাক।


চাঁদ বেচারা মুখ লুকিয়ে
আমার থেকে দূরে যাই,
দূরে গিয়ে বলে সে যে
আমার বুঝি কর্ম নাই।


কাজের মাঝে ডুবে যেয়ে
আমায় সে যে দেয় ফাঁকি,
আমি তারে ভুলে গিয়ে
মনোদুঃখে গান হাকি।


***     ***      ***
সবাই যখন একা করে
আমায় রাখে খুব দূরে,
কেমন করে তুমি তখন
রাখবে আমায় মন পুরে?


সেই ভাবনা ভাবছি শুধু
করছি কত নতুন ধ্যান,
পথ না পেয়ে আবার ভাবি
আদৌ আছে আমার মান!


কিন্তু তবু মন মানেনা
খুঁজে বেড়াই নতুন দিক,
"একাই বুঝি থাকতে হবে
এটাই বোধ হয় খুব সঠিক"।


আজকে একা, কালকে একা
একাই যদি জীবন পার,
কী হবে আর অল্প সময়
স্বপ্ন দেখে বারংবার।


তার চেয়ে ভাই একাই ভালো
মুক্ত স্বাধীন সোনার বেশ,
একা থেকেই কষ্ট বিনা
হোক না আমার জীবন শেষ।
            
                 (সংক্ষেপিত)
         --ধন্যবাদ--