(


স্বরবৃত্তে -৪+৪+৪+১/২)



লিখছি আমি কত লেখা
করছি কত বই,
নামিদামি কবি আমি
আমার পাঠক কই!


সকাল থেকে সারাবেলা
শুধুই লিখে যাই,
দিন ফুরালে চেয়ে দেখি
আমার পাঠক নাই।


রাত্রিশেষে পুরো দমে
তবু চলে লেখা,
আত্ম লেখার সুনাম গেয়েও
পাইনে কারো দেখা।


কেউ বোঝেনা,কেউ খোঁজেনা
কেউ পড়েনা লেখা,
সবাই থাকে গল্প নিয়ে
কবিতা হয় একা।


এই কবিতা সাথে নিয়ে
খুঁজছি নব পথ,
যেথায় পাবো পদ্য পাঠক
আনবো টেনে রথ।


যতই নিজের দামি বলি
যতই ভালো লেখা,
পাঠক ছাড়া সকল কবি
আসলে যে একা।


আবার যদি খারাপ থাকে
আমার লেখার মান,
তবু পাঠক করে যদি
উৎসাহটা দান।


তবে পাবে ভালো কিছু
যেটা তারা চায়,
পাঠক খুশি, কবি খুশি
আর ঝামেলা নাই।


নতুন কথা,নতুন লেখা
নতুন কত ঢেউ,
অধম আমি,ক্ষুদ্র কবির
পাঠক হবে কেউ?


    --ধন্যবাদ--