তুমি এত বোকা কেন? আমাকে লজ্জা পাও
বুঝি না ভেবেছ? ইশারায় কী বলতে চাও
এই যে দেখ, আমিই তো বলি নির্দ্বিধায়
আমি তলানির কাদা,তুমি ঢেউ ঢের উচ্চতায়।
কত মানুষ দেখতে আসে, তোমার সাথে হাসে
কত মানুষ কত ছবি তোলে, কত গান সঁপে।
কত মানুষ যাত্রা করে; ভাসে তোমার গায়
তোমার বদনে বাহু ছুঁইয়ে কত মজা পায়।
আমি থাকি অগোচরে,ভাবনার অনেক দূরে
নাম শুনলে তবে নাহয় আমায় মনে পড়ে!