হাত ধরো, হাওয়া
শীত শীত রাত ধরে
চলো হে, দূরে যাই
যদ্দুর যায় যাওয়া।


এইখানে, এই ঘরে
ভীষণ রূঢ় স্বরে
অন্তরতম সে জন
অন্তর বধ করে।


তুমি হাত ধরো , হাওয়া
আটকাও তবু ফিরে চাওয়া।
বলো, পৃথিবী বড় আরও;
চলো, যত যেতে পারো।