মঞ্চে মঞ্চে নেচে যায় নর্তকী;
মদ্যপ এসে বসে সামনে, আরও কত কী!
আবার চলে যায়।
চলে যাওয়া আঁধারে
মনে হয়েছিল যারে— স্বর্গের নহর,
আজ দেখে তাকে দরজা হয়ে
আগলে রেখেছে নরকের শহর—
যখন কেটে গেছে ঘোর!