আমার তরফ থেকে যত অবহেলা-অযত্ন,
তার সবটাই কি উদ্দেশ্য প্রণোদিত?
কী পেলে কী পেলে না,
কেবল এই চিন্তা করলেই কি চলে?
দেখবে না কতটা দেওয়ার সামর্থ্য ছিল?
কতটা দেওয়া যেত?
তবু যদি মনেই হয় আমি দেই নি,
যতটা দেওয়া যেত তোমায়!
তবে তোমার তরফ থেকেও
এতটুকু ছাড় কি আমার প্রাপ্য নয়?
এখন আর ছাড় চাইছি না আমি,
ফের ঝগড়া হলে যত খুশি শুনিয়ে দিও তুমি।
জমিয়ে রেখো এ সব অভিযোগ,
তোমাকে যেন না ছোঁয় আমার রোগের শোক!
তবু কি আরেক বার দেখবে না ফিরে?
দেখো না, সবটাই দেব উজাড় করে।