তোমায় সাবধান করি শোনো,
অপেক্ষাকে গোপন করো এবং এই প্রকার--
যেন নিজের ভেতর নিজেরই অগোচর।
বলছি কেন? চাইছো যেমন আসবে কেউ,
হাসবে তোমার সুখের 'পর-- ঘটল না যখন এমনতর,
পাবে কোথায় সেই অক্ষত অন্তর?
চেনা ঘর ফিরে পেলে অচেনা
কোথায় যাবে তারপর?