বৃষ্টির মৃদু বর্ষণে,
অবসন্ন আকাশের পানে
চেয়ে বসে আছে এক উদাসিনী—
এক ধ্যানে, আনমনে জানালায়।
তাই দেখে সমীর, গতি করে ধীর;
যতটা ধীর হলে, কন্যার এলো চুলে
আঙুল বুলিয়ে যাওয়া যায়।


প্রকৃতি পায় সে উদাসিনীরে–
মায়াময় চোখের কোণে,
রাখে অন্তরে স্নেহের আসনে।
ঘোরাবিষ্ট হয়ে সে ও বসে পড়ে জানালায়;
বন্ধ পড়ে থাকে তার দপ্তরের দরজা—
প্রবেশপত্র পায় না সূর্য- অবলম্বন করে ধৈর্য
প্রহরসমূহ কেটে যায় নিরবিচ্ছিন্ন অপেক্ষায়।