রুমে যখোন ঘুমে থাকি, মোমের পুতুলের মতো ঘেমে যাই, তোমার রুপের উত্তাপে;
বিদ্রুপে নিজের অভিমানকে বশ করি আর তুমি নামক বোঝা কাঁধে নিয়ে বেড়াই।


এই আমি কত আর, শনিবার, দুর্নিবার, বাবার বকা খাবো??
গেলাস ভর্তি অনুভূতি, প্রতি রাতই করবে দুর্নীতি।
আর আমি তোমায় এতো ভালোবেসে কতো নির্বাক রবো?


মাঝে মাঝে, বাজে বাজে, কাজে মজে, নিজে নিজে
বাক্সবন্দি শব্দ বান্ধি অন্ধের মতো মনের রন্ধ্রে।


আদা চা'য়ে ভেজা এক-তৃতীয়াংশ বিস্কুট কুট কুট করে খাচ্ছে লিলিপুট।
আমি তো তাকিয়ে তা দেখছি; দম বন্ধ করে, করছি তোমায় অনুভব।


এই আমি কত আর, শনিবার, দুর্নিবার, বাবার বকা খাবো??
গেলাস ভর্তি অনুভূতি, প্রতি রাতই করবে দুর্নীতি।
আর আমি তোমায় এতো ভালোবেসে কতো নির্বাক রবো?


ঘামে ভেজা সাদা শার্টে তোমার শুকনো পার্টের অস্তিত্ব খোঁজা,
আর সোজা বাকা এলে চুলে ভুল বোঝা বেণি গোঁজা;
ভেবে সব শুণ্য রাস্তায়, দেখি আয়নায়, আমি তো আর আমি নাই।
সব করে বিদায়, ফুললি গ্রেট ফুল হয়ে গেলাম হায়!!!


(জুলাই ১৭, ২০১৪)