"আমাকে ভালোবাসলে হয়তো পস্তাবে না।


আমি না হয় ঝাঁলমুড়িওয়ালাই হবো; এক টাকার ঠোঙায় চার টাকার মুড়ি ভরে পাঁচ টাকাতেই বেচবো।


হলাম অথবা রিকশাওয়ালা তোমার জন্য; বললে যাবো জাহান্নামপুরও, বা অন্য কোথাও যদি তুমি চাও।


চিরকুট হবো, সিঁড়ি হবো, ঘড়ি হবো, এলো চুল, কানে দুল, খোঁপায় ফুল, মাথার ওড়না, মায়া কান্না, অবাক ঘেন্না, তিক্ত-লবণাক্ত রান্না; তাও হবো।


আমাকে ভালোবাসলে হয়তো পস্তাবে না, তবুও ভেবে দ্যাখো।


আমি না হয় হবো প্র্যাকটিকাল খাঁতার ভাঙা ভাঙা লেখা আর আবছা চিত্র, হবো দ্রুত অযুহাত, অপেক্ষার বিষাক্ত তীর, রাগান্বিত গলা, চাপা অভিমান, প্যাচানো মানুষের সোজা কথা, মেকি অভিনেতার অভিনয়, রাঙা চোখ, প্রিয় ফুচকা, পঁচা ফুল, দ্রুত হেঁটে বেড়ানো পথ; সবই হবো, তুমি চাইলে।


ভেবে দ্যাখো আটআনার ভালোবাসা বাসবে, নাকি একটাকার পস্তানো পস্তাবে!!!


আবারো বলছি, হয়তো ভালোবাসলে পস্তাবে না।"


(ডিসেম্বর ২, ২০১৩)