ওগো মম তেজস্বী,
তোমার তেজস্বীকতায় আমি অবাক,
বিস্ময়ে কাটে মোর অহর্নিশি।


তোমারে করি সন্ধান,
আমি এক পথভ্রষ্ট রাহি।


ওগো মম তেজস্বী,
তোমাতে আমি আপনারে পাই,
তোমার ডাগর অক্ষি পরে,
পুলকিত হয় প্রান ভ্রমরে,
অথই জলে প্রেমের নাও বাই।


ওগো মম তেজস্বী,
তুমি নাই আমার পাশে,
আমি হারাই বিষাদের শর্বরীতে,
মোর প্রান হয় বদ্ধ উন্মাত্ত,
তোমার পরশ পাইবার লাগি।


ওগো মম তেজস্বী,
মম প্রান মোর হস্তে নাহি,
কে যেন হেথায় বাধিয়াছে বাসা,
অস্ত গেছে প্রশান্তির সুরুজ,
পরানো করে তব প্রত্যাশা।


ওগো মম তেজস্বী,
তুমি মোর আলোক দীপ্তি,
তুমি মম রক্তভাব তেজী,
তুমি মোর প্রানের জ্যোতিময় মূর্তি।
----------------------------------------