কে তুমি সুন্দরী তনয়া ?
রুপের মাধুর্যে, যৌবনের প্রাচুর্যে,
রহস্যময়ী অনন্যা।


তুমি কি কোন ঝরনাধারা,
আপন গতিতে সমুজ্জল,
নাকি গলা ডুবিয়ে থাকা,
কোন জলজ উৎপল।


প্রকৃতির ন্যায় কি তুমি,
নিজ রুপের প্রতি উদাসীন,
নাকি প্রেমের জলে না গলে,
এখনো আছো সঙ্গিহীন।


তোমায় দেখতে বাতাস,
করে কি বেহায়াপনা?
ঝাপটা মেরে কেশ উড়িয়ে,
ঝড়ো বাতাসে জরিয়ে আঁশটে পিষ্টে।

বৃষ্টি তার জল নিয়ে কি নামে ?
তাতে কি তোমার চঞ্চলতা বারে ?
জ্যোৎস্না তার আলোক বারায়,
তোমার প্রশংসা কুরাতে চায়।
তুমি কি এসবে দাও সারা ?
নাকি হও তারনায় ক্ষুদ্ধ।
তুমি কি বসিয়া আছ ,
করিয়া দ্বার রুদ্ধ ?


তোমার দরজায় কেউ কি করা নারে,
কেউকি জানায় প্রেমের আমন্ত্রন ?
নাকি কেউ আসে না?
তুমি চাঁদ লুকিয়ে মেঘের আরালে তাই।
কেউ সাড়া দিক বা নাদিক,
তুমি ভেব না আমি আদিত্য,
মেঘ সরিয়ে আমি চাঁদ বের করবো।
হয়তবা একটু সময় লাগবে,
তাতে কি তুমি পারবেনা,
আমার জন্য করতে অপেক্ষা,
জানি তুমি পারবে,
তুমি যে আদিত্যের অনন্যা ।