ফিরে যাও কোকিল
বসন্ত ফেরেনি এদেশে এখনো!
পুরনো জল-মাটি আর বাতাসে
দম আটকানো এ দেশ;
জীর্ণ - বিবর্ন পাতার সমাহারে
থ'মেরে রয়েছে।
এ দেশ অশান্ত এখনো!
এ দেশে এখনো শীত
বারুদের কুয়াশায় ঢাকা;
বাতাসে বিদ্রোহ আর বিষাদের সুর
তোমার ডাককে ব্যঙ্গ-বিদ্রুপ করে বারং বার।
তাই কঠোর প্রান আর নিষ্ঠুরের মতো
ফিরে যাও তুমি।
এখনো অত্যন্ত ভোরে
সবার অগোচরে
দলিত ঘাসের  কোলে জড়ো হয় বারি;
ঝরে যায় সবার জানার আগে।
ফুল ফোটে,
নিজের গন্ধ আর রঙ ভোলা ফুল!
এখনো ধূলো মাখা উলঙ্গ ছেলেটা
শীত কাটায় পেটের জলন্ত আগুনের তাপে!
কাল ফিরে এলেও বসন্ত ফেরেনি ।
তাই এখন ফিরে যাও কোকিল,
ফিরো যেদিন বসন্ত ফেরে এ দেশে ।।