আমরা বহুকাল
     বহুশতাব্দী ঘুমায়নি ।
শান্ত বাতাসে  
     চোখের পাতা এক করতে পারেনি ।
জন্ম থেকেই আমরা এক অশান্ত সাগর;
     অবিরাম ঢেউ তুলে যায়।
কতবার না মায়ের কোলে শুয়ে
     বর্গির গান শুনেছি ।
      ঘুম আসে নি।
রাতের পর রাত , দিনের পর দিন
     জেগে থেকে আমরা-
রাক্ষসের অট্টালিকা পাহারা দি।
     যাতে তারা শান্ত
আর নিশ্ছিদ্র নিদ্রায় মগ্ন থাকে
     আর আমরা ঘুমায়নি ।।