অভিলাষ
_______
আমিতো অমরত্ব চাইনি!
চাইনি ঐ শতায়ু বট গাছটির মতো
দুশো তিনশো বছর বেঁচে ঠায় দাঁড়িয়ে থাকতে!
শুধু চেয়েছিলাম ভালোবেসে কেউ একজন
আমাকে মনে রাখুক আমৃত্যু!
আর তাঁকে ভেবেই একদিন মৃত্যু ছুঁয়ে যাক আমাকে!


আমি কবি হতেও চাইনি,
শুধু চেয়েছিলাম হৃদয়ের গভীরে লুকিয়ে থাকা ভালো কিংবা মন্দ লাগা যে অগোছালো কথাগুলো আছে, সেগুলোকে একটু গুছিয়ে বলতে আর কারো নূপুরের ছন্দে চলতে..


বিশ্বাস করো! আমি রাজা হতেও চাইনি,
কিংবা চাইনি কোন রাজত্ব!
শুধু চেয়েছি কারো মনের গহীনের সমস্ত চোরাগলির ঠিকানা টুকু থাকুক আমার নখদর্পনে,
যেন ইচ্ছে হলেই আমি ছুটে বেড়াতে পারি তাঁর
সে সমস্ত অলিগলি বিনা সংকোচে!
এক লহমায়!


মহাপুরুষ হওয়ার ইচ্ছে আমার কস্মিনকালেও ছিলোনা,চেয়েছিলাম একজন খাঁটি প্রেমিক হতে, প্রেমিক হয়ে বার বার ইচ্ছায় অনিচ্ছায় তাঁকে ছুঁয়ে দিতে..


আর এই যে আজ আমায় সবাই ভবঘুরে বলে!
তাচ্ছিল্যের চোখে দেখে!
আমায় নিয়ে উপহাস করে!
এ জীবনও আমি চাইনি! এমনকি ভেতর থেকে দরজা খুলে দেয়ার জন্যও কাওকে চাইনি!
শুধু চেয়েছি দরজার বাইরে কেউ একজন অপেক্ষা করুক,অপেক্ষা করুক আমার ফেরার!


✍️আসরাফুজ্জামান সোহেল