ঘুমহীন কেটেছে রাত
তবু এসেছে ভোর,
জানি আজ কেন মন ভাল নেই তোর!
আকাশে ছিল ঠিকই রূপালি চাঁদ,
তবু কেন হয়নি তাকে
একটুও দেখার সাধ!

জানি তোর চোখে ঝরে আষাঢ় শ্রাবণ,
বুকের ভেতর বয়ে যায় কষ্ট প্লাবন!
মাতাল হাওয়াতেও বাজে কেন করুন সুর?
আকাশটা কে লাগে যেন
দুখের সমুদ্দুর!

কার বিরহে আজ হিয়া দিশেহারা,
কার তরে ব্যাকুল এ প্রাণ পাগল পারা!
কাহার লাগি এই নিশি জাগরণ
বুকের ভেতর করে কে বিচরন?

জানি আমি সব কিছু!
আছি যে তোর পিছু পিছু,
রয়ে তোর ছায়ায়-
ভীষন  মায়ায়!
ভীষন মায়ায়!

✍️আসরাফুজ্জামান সোহেল