জল্পনা
_____
এই যে তোমাকে বলছি,
হ্যাঁ-তোমাকেই করছি আহবান
শুনাতে সব কবিতা-গান
একটু খানি আসবে কি?
পাশাপাশি বসবে কি?

মনের-ই জানলা খুলে
ভালবাসার পাল তুলে
উঠবে কি আমার নায়?
চুপিশারে  ধীর পায়!

কুয়াশার চাদরে
সোহাগে আর আদরে,
জোছনা মেখে গায়ে
যাবো দুজন হারায়ে!

তুমি যদি থাকো রাজি
হতে পারি সুজন মাঝি,
বাজায়ে পাতার বাশি
বলবো শুধু ভালোবাসি!

-জানি, সবই জল্পনা!
তোমায় নিয়ে কল্পনা,

তবু দুহাত বাড়ায়ে
আছি আমি দাড়ায়ে,
"বেশি নাহোক অল্প
হয় যদি কিছু গল্প!

✍️আসরাফুজ্জামান সোহেল