অকাট্য প্রমাণ
________
এখন আর কারো কাছে
প্রমাণ করার কিছু নেই আমার!
নেই কিছু পাওয়ার আশাও!
তবু মাঝে মাঝে কেমন যেন একটা চিন চিন ব্যথা অনুভব হয়
বুকের বা পাশটায়;
আর তখন;
তোমাকে খুব দেখতে ইচ্ছে করে,
তোমার আঙুল ছুঁয়ে-
কোন অচেনা পথ ধরে অনেকটা দূর হাটতে ইচ্ছে করে,
মাঠ পেরোলেই যে নদীটা; তার ধারে মুখোমুখি বসে অপলক নয়নে তোমার দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করে,
কোন এক ভরা জোছনায় তোমায় নিয়ে নাও ভাসিয়ে
ঐ নদীটায় ভাসতে ইচ্ছে করে!
আর খুব করে বলতে ইচ্ছে করে..
ভালোবাসি!ভালোবাসি!ভালোবাসি!
তাইতো তোমাকে ছুঁয়ে আসা বাতাসের আশায় এখনও মাঝে মাঝে আমি দখিনের ঐ বারান্দায় অপেক্ষা করি!
যে বাতাস আমাকে এনে দেয় তোমার ঘ্রাণ,
বুঝিয়ে দেয় তোমার অস্তিত্ব,
তোমাকে না পাওয়ার তীব্র যন্ত্রণা!
আর আমাকে মনে করিয়ে দেয়,
মাতাল হাওয়াতে তোমার চুল উড়ার সেই অপরুপ সৌন্দর্য্য,
তোমার ঠোঁটের এক কোনের তিল,
তোমার মিষ্টি হাসি,তোমার যতো অভিমান!
আর না থেকেও;
আমার ভেতরে তোমার বসবাসের অকাট্য প্রমাণ!
✍️আসরাফুজ্জামান সোহেল