সর্বস্বান্ত
_____
বুঝিনা,আমি বুঝিনা!
তাইতো আজ অমন করে
নিজেকে আর খুঁজি না!

ছিল যতো সব বোঝাবুঝি
আজ তা হয়েছে নিরুদ্দেশ!
পরে আছে কিছু ব্যর্থ কবিতা
আর স্মৃতির ধ্বংসাবশেষ!

ধুকে ধুকে আজও বেঁচে আছে তবু,
কিছু স্বপ্ন অলীক
ভিজছে আজও একলা ছাদে
ভিজছে একলা শালিক,

চোখের কোনে জমছে নালিশ
সাক্ষী শুধু তুলোর বালিশ,

আকাশের কাছেও আছে জমা-
কিছু মেঘের দিন,
সময় করে ঝরাতে হবে
বেড়েছে অনেক ঋন!

জমে আছে কিছু অশ্রু কনা,
পরে আছে কিছু ধুলো মাখা খাম,
চিঠির ফাঁকে, ভাঁজে ভাঁজে
জমানো বদনাম!

আছে কিছু সুখ স্মৃতিও
দুখের মোড়কে মোড়া,
শ্যাওলা পরা বারান্দাতে
চোখ এক জোড়া,

চোখ জোড়া আজও অপেক্ষারত-
ঘুমহীন,বড্ড ক্লান্ত..
বৃষ্টি গুলো ছুঁয়ে ছুঁয়ে শুধু;
হয়েছে সর্বস্বান্ত!

✍️আসরাফুজ্জামান সোহেল