তুমি আসবে বলে
_________
তুমি আসবে বলে,
তোমার আশায় কাটলো কতো বিনিদ্র রজনী;
হলো কতো তুমি হীন ভোর!
অথচ তোমার কাছে অজানাই রয়ে গেল
তোমার-ই অপেক্ষায় থাকা আমার সব পথ প্রান্তর
আর কতো শত অপেক্ষার প্রহর।

তোমাকে বৃষ্টিতে ভেজাবো বলে
মাথার উপর কতোকাল দাড় করিয়ে রেখেছি
একটুকরো পেঁজা মেঘ,
আর হাতের মুঠোয় বন্দী রেখেছি কিছু দখিনা হাওয়া-
তোমার আঁচল উড়াবো বলে..

তুমি আসবে বলে
তোমার অপেক্ষায় ঠায় দাঁড়িয়ে তাই
জোছনা মাখা এক ফালি চাঁদ,
দীর্ঘ থেকে দীর্ঘতর হলো রাত!

তুমি আসবে বলেই
তিলোত্তমা এই নগরী রঙিন সাজে সাজলো,
পাড়া-মহল্লায়, অলিতে-গলিতে
তুমি নামের সেই প্রেমাতাল সুর বাজলো।

তুমি আসবে বলেই
বসন্তকে আটকিয়েছিলাম ব্যারিকেড দিয়ে!
আর শীতকেও দিয়েছিলাম আগাম ছুটি,
অথচ তুমি জানলে না!
শুধু তোমার'ই অপেক্ষায় জেগে আছে আজও;
আমার এ ক্লান্ত চোখ দুটি ৷

✍️আসরাফুজ্জামান সোহেল।