কষ্ট হলেই আমি কেমন একলা হয়ে যাই
দুঃখ পেলেই আমি আমার আমিটার কাছে ছুটে যাই
একা একা মনে মনে মনের কথাই ভাবি,
অযথা সুখকে হাতড়ে মরি।
অথচ সুখ কেমন সুযোগ পেলে একা রেখে পালায়,
দুঃখ তবু ছাড়ে নাকো বন্ধু হয়ে রয়।
দুঃখ আপনা আপনি এসে পড়ে যদি ও না চাই,
দুঃখ আমার সাথে করেছে চির সন্ধি
আমি যে দুঃখের হাতেই চিরকাল বন্দী
দুঃখকেই ভালবেসেছি আমি তাই।