জীবনের কি-ই বা মানে?
বেঁচে থাকাই বা কাকে বলে?
অলীক স্বপ্নের পেছনে ছুটে যাওয়া
শরীরের স্বাদ,গন্ধ,অনুভূতি পাওয়া।
একটি দেহ রক্ত মাংস হাড়ে
বেঁচে থাকার  স্বাক্ষী হিসেবে দেহের ছায়া পড়ে
উদ্দীপনাপূর্ণ যৌবন
এই কি জীবন?


তাহলে মৃত্যু কি?
জীবনের শেষ নিশ্বাস ত্যাগ করা।
সাদা কাফনের  মোড়কে মুড়িয়ে মাটির নিচে চাপা পড়া,
কিংবা চিতার আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে শুদ্ধ জলে
অস্থি ভাসান।


মৃত্যু আসলে কাকে বলে?  
দেহের নাকি আত্মার মৃত্যু হলে?
রোজ একটু একটু করে কতজন মরে
এ মৃত্যু চোখে দেখা যায় না।
জীবনের শব্দ তাকে আড়াল করে
এ মৃত্যুকে কেউ শুনতে পায় না।
প্রতিদিন মৃত্যুর মাঝে জীবনকে একটু একটু আঁকা
এই কি  বেঁচে   থাকা?