কত আর হবে এই বছর আট, আবার দেখা আট বছর পরে
দেখা হলো অতীতের সঙ্গে।
দেখা মিলল চেনা মানুষের, কিছুটা পরিচিতর হাসি হাসল,
মৃদুস্বরে জিজ্ঞেস করল
কেমন আছো,কি করছো আজকাল
এইতো চলে যাচ্ছে দিনকাল
অনেকগুলো বছর কেটে গেল তাই না
হ্যা সময় কারো জন্য থেমে থাকে না
ভাবি নি কোন দিন এভাবে দেখা হয়ে যাবে
কেই বা তা ভাবে
তুমি দেখি আগের মতোই আছো
তুমি বুঝি বদলে গেছো
সবাই কিছুটা বদলায়
সবাই নাকি শুধু যে বদলাতে চায়
তোমার সংসার ভালোই কাটছে নিশ্চয়


কেন নয়
অপর্না একটা কথা জানার ছিলো
কি বলো
এখনো কি আছি আমি তোমার মনে
কি লাভ জেনে
লাভ ক্ষতির হিসেব পরে  হবে
আজ এ প্রশ্ন থাক তবে
আবার কি দেখা হবে
সেটা বলে দেবে সময়
দেখা না হলেই বা কি এসে যায়
তবু ও জানতে চাই তোমার মনের কোথাও কি নেই আমি,
সময়ের ব্যবধান ভূলে গিয়েছো তুমি।
না ভূলিনি,তবে এ প্রশ্ন
আজ কিসের জন্য
জানতে বড় ইচ্ছে করে
কখনও কি তোমার আমায় মনে পড়ে
দেরি হচ্ছে আমাকে যেতে হবে
প্রশ্নের উওরটা অজানায় রয়ে গেল তবে
কিছু কিছু প্রশ্নের উওর জানলেই ক্ষতি তার চেয়ে বরং থাকুক কিছু অজানা,
তুমি ও কোন পিছুটান রেখো না।
নেই কি আমি তোমার মনের কোন কোণে
আছো হয়তো বা অভিমানে
******************************