যদি কখনো তোমার জীবন থেকে হারিয়ে যাই একটু খুজে দেখো,
দেখবে কি?
তোমার মনের গোপন চিলেকোঠায় আমায় পরম যত্নে একটু আগলে রেখো।
যদি কখনো একলা ফেলে
চিরতরের জন্য যাই চলে
তবে কি আমায় একেবারেই যাবে ভুলে।
যদি আমায় ভূলে যেতে চাও নাইবা তোমাকে আমার সঙ্গে বাঁধব,
অতীত স্বৃতি হয়ে না হয় খানিকটা সুবাস ছড়াবো।
যদি মনে বাসা বাঁধে দ্বদ্ন
যদি হঠাৎ কেটে যায় জীবনের ছন্দ
হঠাৎ যদি আমার ও হয় কিছু একটা ভাল মন্দ
যদি আর না ফিরি,আর না হয় দেখা,
তাহলে কি হয়ে যাবে খুব একা।
আচ্ছা সত্যি সত্যি একদিন তারা হয়ে যাই,তাহলে কি আগের মতোই ভালবাসবে,
নাকি অচিরেই ভুলে যাবে।
আমি হারিয়ে গেলে তবু ও একটু ভালবেসে দেখো,
আমি ও যে ছিলাম,এখনো তোমার মধেই আছি একটু মনে রেখো।
আমি না হয় হয়ে যাব উতপ্ত রৌদ্রুরের বুক হতে নিঃসৃত আলোর শিশা,
মেঘের পরে মেঘ তার ও ভেতর দীর্ঘ অমানিশা।