এই যে তোমরা করো রক্তারক্তি,খুনোখুনি -
প্রতিহিংসায় মেতে আছে তোমাদের শিরা ও ধমনী।
তোমরা যে বিষাক্ত করছো আকাশ,মাটি, বাতাস-
ধর্মে কি লেখা আছে করো প্রাণ নাশ।
তোমরা যে ঝগড়া বিবাদ ঘটাও,করো হাতাহাতি-
মনুষ্যত্ব বিকিয়ে ধর্মের নাম করে অযথা মাতামাতি।
তোমরা যে প্রাণঘাতী যুদ্ধে মাতো,দাও ধর্মের দোহাই-
ধর্ম কি তোমাদের শিখিয়েছে লড়াই?
সমাজ সমাজ করে সমাজকেই ফেলছো বিপাকে,
ধরে আছো মেকি ভদ্রতার বেশ-
তার আড়ালে কদর্য চেহারা লুকিয়ে থাকে,
আসলে পুরোটাই তোমাদের ছদ্মবেশ।