ঐ মেয়ে তুমি কাঁদছ কেন?
   এসো তুমি কাছে,
পাখিরা সব উড়ছে দেখ
       আকাশ পানে চেয়ে!!
রোদ উঠেছে ঝল মলিয়ে
       সবার মুখে হাসি
সকাল হলেই
     আমার যে সব কাজে আসি,
আবার বৃষ্টি হলেই মুখ ভার
    কাজ হল বন্ধ
এবার আমার করিটা কি
     মনে নেই ছন্দ।। ।।।।