ষাটের যেসব কবি আধুনিক বাংলা কবিতায় প্রাণের সঞ্চার করেছেন কবি শাহাদাত বুলবুল তাদের অন্যতম। যাই হোক আমি কবি পরিচিতিতে যাব না । সত্যি বলতে কি কবি শাহাদাত বুলবুল সম্পর্কে আমি খুব বেশি একটা জানিও না । ইন্টারনেটে সার্চ দিয়েও তেমন কোন তথ্য পেলাম না । আসরের জ্ঞানী-গুনী কবিগণ হয়তো তার সম্পর্কে ভাল জেনে থাকবেন ।


কয়েকদিন আগে পুরনো কিছু কাগজপত্র ঘাঁটার সময় কবি শাহাদাত বুলবুলের লেখা একটি কবিতা খুঁজে পাই । কোন একসময় হয়ত পেপার কাটিং করে রেখে দিয়েছিলাম । ঐ কবিতাটাই আজ কবিবন্ধুদের সাথে শেয়ার করার জন্য তুলে দিলাম ।


শিরোনামঃ "আশা চিঠি দিও''
কবিঃ শাহাদাত বুলবুল


বুকের আগুন দিয়ে প্রতিদিন চিঠি লিখি
কোন উত্তর পাই না । একটি , দুইটি করে প্রজাপতি
রাজরুপে উড়ে আসে, বন্যা আসে,
দুর্ভিক্ষের সংবাদ নিয়ে আসে একজন-
শুধু আশাই আসে না । আশা কার ঘরে?
প্রেমপুর কতোদূর? কোন পথে যেতে হয়?
প্রতিদিন চিঠি লিখতে গিয়ে ভুলে গেছি জননীর
নাম, প্রিয় কবিতার কথা মনে নেই, শৈশবের ধূলি
ওড়া পথ-ঘাট ভুলে গেছি,
কারা কবে প্রিয় সাথী, বন্ধু ছিলো, কি কি নাম?
চিঠি লিখতে লিখতে সব ভুলে গেছি!
স্মৃতিভ্রম, অন্ধ আমি । প্রেমপুর কোন দিকে?
দৈর্ঘ্য-প্রস্থে কতোটুকু মাটি?
সেখানে কারা থাকে? প্রেমপুরে কি কি থাকে?
পশু, না মানুষ?
শিকারী শিকার ভ্রমণে যায়, হেসে গেয়ে ফিরে
আসে, রাজা যায়, রাজার দুলাল যায়, দুলদুল যায়
ফিরে আসে, ঘরে আসে ।  কেউ তার খবর দেয় না ।
প্রেমপুর কতোদূর? আশা তুমি কার ঘরে?
প্রেমপুর থেকে কতো ক্রোশ দূরে আছো তুমি?
কতো মাইল সীমানা পেরুতে হবে আর?
তোমার বাড়ির ব্যাপ্তি কতোটুকু
আশা … আশা …
বুকের আগুন দিয়ে প্রতিদিন চিঠি লিখি
প্রতি উত্তর পাই না । একবার, শুধু একটিবার
কবিকে চিঠি দিও, চিঠি দিও, আশা তুমি চিঠি দিও …