ভূলে লিখেছি হারানো ছাব্বিশ।
জীবনে তো সবকিছু হারিয়ে গেছি।
পেয়েছি কী আর বুঝেছি কী‌।
কীছুই আসছে না মাথায়।
হে ছাব্বিশ তোদের তো আমারই দান।
আমারই মনের বাহন, হাতের লিখন।
তবে তোদেরকে নিয়ে কেন এত আবেগিত মন।
দেহের ভিতর আছে যখন প্রাণ।
লিখিব কত ছাব্বিশ কতক্ষণ।
তোদের নিয়ে এত চিন্তার নেই কোন কারণ।
সংসার গুছাতে পারছি না এই তো চিন্তনে আছি।
পুরো পৃথিবীটাই এলোমেলো দেখছি।
তোদের ব্যাথায় ব্যথিত নয়, আসল ব্যাথা এমনই হয়।
মোবাইল চুরে নিয়েছে তাতে কি হয়েছে।
সঙ্গে চলে গিয়েছে আমার ছাব্বিশটি দান।
কিন্তু হাতে তো বল রয়েগেছে এখন ও সমান।
কত ছাব্বিশ লিখিব কতক্ষণ আছে কী তার কোন জ্ঞান।
এই ভেবে আজকে আমার লেখা ছাব্বিশটি কবিতার ব্যথা বিসর্জন দিলাম।