পৃথিবীতে আসার পর যখন হুশ হয়।
বুজলাম কে তোর আপন।
কার জন্য তুমি করিছ গমন।
যে জন্ম দিল সে হয়ে গেল পরশ মন।
জন্ম দিয়ে মা ডাকিতে অস্বীকার।
বাবা হয়ে ভূলে গেল সন্তান কোথায় আছে তাঁর।
যার দিকে চাই সবাই স্বার্থের বিনিময় কাছে আসতে চায়।
স্বার্থ ফুরালে 'তুমি কার কে তোমার।'
মিছে মায়া, মিছে বুঝা বহিছ সারাক্ষণ।
আসলে কী ভাবছ কে তোমার আপন।
পৃথিবীতে আসার পর দেখিলাম।
দাদু- দীদার আদরে  মাতাল।
বাবা মা সঙ্গে আছেন কত সুখের সংসার।
যখন ওরা চলে গেল আমি একা হয়ে গেলাম।
হায় আমার কপাল।
সবাই চলে গেল অকাল।