কি নিয়ে চলছ কি নিয়ে ফিরছ।
কি নিয়ে করছ এত বড়াই।
যার রক্তমাংসে তোমার দেহ গড়া।
তাদের কেন করছ কথায় কথায় অবহেলায় ।
স্রষ্টার সৃষ্টি নারীই তো তোমার অর্ধাঙ্গিনী।
তবে কেন অহরহ গালি দিচ্ছ দিনরাত বলে.. অভাগিনি কলঙ্কিনী।
যাহার খাবার তৈরি ছাড়া তোমার আহার হয়না।
যার হাসি মুখে কথা না শুনলে তোমার ঘুম আসে না।
তবে কেন কথায় কথায় দেও তাদের চেতনা।
হে যুবক তুমি যতই বীর পুরুষ হয়ে যাও,
মহাবীর হয়ে যাও ,রাজা মহারাজা হয়ে যাও।
মনে রেখো তুমিও এক গর্ভধারিণীর দান।
তুমিও এক জননীর সন্তান।
তবে কেন তাদের করছো অপমান।
মনে রেখো হে যুবক........।
সৃষ্টি জগতে যা কিছু হয়েছে,
অর্ধেক করেছ নর অর্ধেক করিয়াছে নারী।
তবে কিসের এত বড়াই ছেড়ে তোমার অর্ধাঙ্গিনী।