চঞ্চল মন আমার ঘোরিওনা আর।
যেখানে নেই তোমার কোন অধিকার।
কেন সেখানে ছুটেছি বার বার।
যেখানে সুদু অপমান নেই তোমার কোন স্থান।
সেখানে যেওনা আর।
এখন ও সময় আছে গৃহ বন্দী হওয়ার।
ফিরে এসো ঘরে এসো , এসো তোমার আপন স্থানে।
কার জন্য তুমি শেষ হচ্ছ সে তোমায় বুঝেনি।
কার জন্য তুমি ঘোরেছো সে তোমায় দেখেনি।
তুমি যে নিম্ন নীল, বিবর্ণ কুৎসিত দ্বীন, তাই তোমায় ওদের ভালো লাগেনি।
ধনীর দান গরীবকে অপমান তুমি তো নিত্য দেখ।
তবে বোকার মত তাহার জন্য কেন ঘোরে বেড়াচ্ছ।
সে নয় তোমার মত, তাহার মধ্যে আছে আকাশ পাতাল ব্যবধান।