হতে পারে সেটা পিতার সংসার,
হতে পারে স্বামীর।
কিন্তু সংসার তো সংসারি।
যার যেখানে হউক এ ভূবন মাজার।
সংসারে বড় মানাবে তাকে বড় গুন যার।
"গুণময় হইলে মান সব ঠাঁই।
গুনহীনে সমাদর কোনখানে নাই।"
মহাকবির এই বাক্যটি সত্যি বাস্তবে পরিণত।
নিজ বলে নিজ জ্ঞানে হতে হবে গুনের অধিকারী।
বলহীন জ্ঞানহীন সংসার বিহীন।
এ সংসারে জ্ঞানে গুনে পূর্ণ হলে আদরে আটা বাদবে।
না হলে এই রুক্ষ ক্লেশে কেউ তেল দিতে না আসিবে।
আমি অধম নেই কোন জ্ঞান আমার।
তাই সংসারে আমি একমাত্র লাছার।
বল থাকিলে সংসারে তুলে দিতে পারলেই সার।
বলহীনে তুমি হয়ে যাবে বেচারার।
এই হল প্রকৃত পরিচয় সংসার।