যাদের রক্তে রঙ্গিল বাংলার ইতিহাস।
তাদের কথা না বলে আজ কেমনে করি বাস।
দশটি ভাই একটি বোন, এগারো টি প্রাণ।
বাংলা ভাষার স্থায়ীত্ব তাদেরই রক্তের দান।
যখন লিখতে যাই বাংলায় কোনো তথ্য।
মনে হয় কলমের ডগায় এসে বসছে শহীদদের রক্ত।
মাতৃভাষা মাতৃদুগ্ধ, বাংলার স্থায়ীত্ব যদি না থাকিত।
বরাকের বাঙালি মনের ভাব কি দিয়ে প্রকাশিত।
বাংলার অক্ষরে অক্ষরে তাদের রক্তের বিচরন।
তাই তো ঊনিশ মে শহীদ স্মরণ।
শত শত প্রণাম আজকের এই বিশেষ দিনে।
মরে ও অমর হে বরাকের ভাষা শহীদ গণ।