আবারও এসেছে বর্ষা নিয়ে প্রকৃতির জন্য ত্রাণ,
আবারও এসেছে বর্ষা নিয়ে জীবনের জন্য প্রাণ,
আবারও এসেছে বর্ষা নিয়ে রঙিন স্বপ্নের বাণ ।
আবারও এসেছে বর্ষা নিয়ে কিশোরীর রঙিন নাও,


কেউ হয়তো এগুলি আবেগে বলতে পারেন
তবে কেন যেন এ বর্ষায় মন বড় বিষন্ন,
হতাশাগ্রস্থ, নেই সেই প্রফুল্লতা ।


বর্ষা তো মনের শান্তি আর আনছে না,
তবে কি বর্ষা ও বদলে গেছে ?
হয়তো বা মুষ্টিমেয় লোক বর্ষা উপভোগ করছে
কিন্তু তাদের কি হবে যারা বাণভাসী ।
বন্যার জল যাদের ভিটামাটি খেয়েছে গিলে,
এ বর্ষা কি পেরেছে তাদের দুঃখ ভুলাইতে ।


বর্ষা যেন আলালের দুলালী আজ,
যখন তার ইচ্ছা আসছে, যখন ইচ্ছা যাচ্ছে
যখন কৃষক বৃষ্টির অভাবে তার সোনার ফসল ফলাতে ব্যর্থ,
তখনই আবার প্রচুর বৃষ্টিতে সে ফসল ঘরে তোলা মুশকিল ।
তবে কি বর্ষাও মানুষের মত স্বার্থপর হয়ে গেছে?
সে বুঝি বুঝতে পেরেছে আমরা সুযোগ-সন্ধানী ।