দিনের আলোয় দূষণ রাজা
             রাতের আলোয় মশা,
আমি, তুমি দর্শক বেশে
              সয়ছি নীতির সাজা।


রাস্তার মোড়ে ট্রাফিক সিগন্যাল
                 নীতি বাক্যের ঘাঁটি,
তাই তো সেথা সকাল থেকে
            ম্যানিব্যাগে ঘাঁটাঘাঁটি ।


দপ্তরে দপ্তরে আজ নীতির ব্যানার
            দুর্নীতি কোথায় ভাই?
তাই তো আজ আমার শহরে দুর্নীতির নেতা চাই।


যদি তার দেখা পাও তাকে বলে দাও-
“সামান্য সময়ের জন্য যেন –
সে আমার শহরে নেয় ঠাঁই”


আজ এ সংকট সময়ে কে আছো ভাই-
দুর্নীতির নেতা কে ছিল জগতে তার নাম বলে যাও?
মোর শহরে আজ হীরক রাজার মেলা
বসে আছে তারা নীতির পাহাড়ে গলায় জড়াইয়া মালা।


কবে! আর কবে! আসবে সে মহান নেতা
যে শোনাবে না আর মিথ্যা নীতির ঘ্যানঘ্যানি।
হে মহান দুর্নীতির নেতা যদি পাও মোর আহবান
হঠাৎ করিয়া নিয়ো ঠাঁই মোর অভাগা নীতির দেশে।