এই দুনিয়ায়, যতটুকু পাও
অতিরিক্ত সব, বিলিয়ে দাও
নগদ জমা শূন্য থাক।
যতোটুকুর প্রয়োজন,
করো ততোটুকুর আয়োজন,
বাকির খাতা পূর্ণ থাক।

কী দরকার এতো সামানার?
তুমি মুসাফির এই দুনিয়ার!
বোঝার ভার যতো বাড়াবে
চলার ক্ষমতা ততো হারাবে।