কত রঙে কত রূপে
তুমি বারবার ফিরে আসো
আমার ছোট্ট হৃদয় কুটিরে।
বিকেলে যখন কালো মেঘে আকাশ ছেঁয়ে যায়,
প্রকৃতির সে অপরূপ রূপে
আমি যেন শুধু তোমাকেই দেখি।
ঝোড়ো হিমেল হাওয়া, আমার হৃদয় ছুঁয়ে যায়,
সেই হাওয়ার শিহরণে আমি তোমায় খুঁজে পাই।
আমার কবি সত্ত্বা, মানুষ সত্ত্বা, প্রেমিক সত্ত্বা,
শুধু তোমাতেই খোঁজে আশ্রয়।
তুমি যেন জল আর আমি যেন
তেষ্টায় বুক ফাঁটা এক ক্লান্ত পথিক।
কত রঙে কত রূপে
তুমি বারবার ফিরে আসো
আমার ক্ষুদ্র এ জীবনে।
এ জীবন তোমার হোক,
এ হৃদয় তোমার হোক।