ওঠো রানার ওঠো;শোন আমার কথা,
চিঠি দিবো বন্ধুকে আজি দিলে করে ব্যাথা।


ছিলাম আমি নিদ্রাঘরে ডাকলে কেন উচ্চস্বরে,
চিঠি নেই পত্র নেই; ই-মেলের এই যুগে?


বন্ধু আমার কষ্টে আছে সপ্ন দেখেছি ভোরে,
বলছি আমি বিনয় সুরে
চিঠি আমার পৌছে দিও মটরগাড়ি করে।


যুগের পরে যুগ আসে
চিঠি কি কেউ ভালবাসে!
মোবাইলের মিসকলে সে বানের জলে ভাসে।


দুঃখে ভরা চিঠি আমার বন্ধু কি পড়বে না আর?


ফোনটা ধরো কল কর চিন্তা কি তোমার,
কম্পিউটার-মোবাইল আছে আমি যে ডিজিটাল রানার।