আজি কত বছর
গত হল দেখি না
তারি
মনে পড়ে যায়
   কত স্মৃতি হায়
চোখ থেকে ঝরে বারি,
পূর্ব-পশ্চিম দক্ষিণে
নেই
উত্তর পানে চাই;
নির্বাক দেখি চেনা সেই
মুখ গগণ মেঘ মালায়,
ক্ষণে ক্ষণে ভাসে তোমার
ছবি
তাই তো বলেছিলেন কবি,
নয়ন ও সমুখে তুমি নাই
  নয়নের ও মাঝখানে
নিয়েছ যে ঠাই।
আছো মিশে তুমি
নয়ন জলের
ফোটায় ফোটায়।