বন্ধু তোমায় দিলাম পূর্ব
আকাশে ঐ যে রংধনুর
সাত রঙে মিশে থাকা
সুপ্ত আবেগময় অনুভুতির
লালচে বর্ণ টুকু;
নীল টুকু কিন্তু আমায় দিয়ো,


তোমায় দিলাম বন্ধু-- দূর
সমুদ্রের উত্তাল ঢেউ খেলা;
লোনা জল টুকু কিন্তু আমার,


বন্ধু তোমায় দিলাম শীত
সকালের নরম ভেজা ঘাস;
ভেজা ঘাসের শিশির
বিন্দু টুকু আমায় দিয়ো,


শ্রাবণের অঝর বৃষ্টি
টুকু আমি নিলাম ;
বৃষ্টি ভেজা সন্ধাটা
বন্ধু তোমায় দিলাম,


তোমার সকল সুখের সময়
হতে নাহি পারলাম বন্ধু;
তবুও তোমার দুঃখের সময়
ভেবো না আমায় শত্রু।