যদি চাতক হতাম'
তবে হয়তো একদিন
বৃষ্টিকে কাছে পেতাম;
ভিজিয়ে নিতাম নিজেকে


যদি মেঘ হতাম'
চাঁদকে ছুঁয়ে যেতাম
জোত্‍স্না ভরা রাতে,
দিগন্ত হলে মাঠের শেষে
মিলতাম কোন এক ক্ষনে


হতাম যদি সাদা পৃষ্ঠা
রং তুলিটা আঁকতো ছবি ;
যদি হতাম কবিতার লাইন
আমায় নিয়ে লিখতো কবি


ভাসতাম যদি শেওলা হয়ে
হয়তো কখনো যেতাম ছুঁয়ে ;
পাল তোলা এক ডিঙ্গি নায়ে


থাকতাম যদি প্রেমিকার
মনের ঘরে ;
কত কথা বলার ছিল
বলতাম রাত-দুপুরে
যতক্ষন ইচ্ছা করে।