শীতের সন্ধ্যাই
সন্ধ্যা তারা
জ্বলছে মিটি মিটি ,
চাদর মুড়ি দিয়ে
বসে আছি আমি
দেখছি একাকী""
শীতের ভয়ে
চাঁদের বুড়ি আজ
নেই তো আকাশে
হিম হয়ে আসছে দেহ
উত্তুরী বাতাসে""
ঘন কুয়াশায় আজ
জ্বলছে না জোনাকী ;
খেজুরের রস নিয়ে
ঐ চলছে গাছি ,
পাড়ার ছেলে-মেয়েরা
আগুন জ্বালিয়ে
শীত করছে নিবারন ,
চাদর মুড়ি দিয়ে
বসে আছি আমি
এই সন্ধ্যা ক্ষন ।