জীবনের প্রতিটাক্ষণ যেন
তোমার অপেক্ষাই আছে ,
তোমায় ভেবে রাত জাগা
এখন“রোজকার অভ্যাস ৷
সে দিনগুলো ভাঁসে নজরে
যে সময়ে দখল নিলেছিলে
মোর আবেগে ভরা অন্তরে
এতদিনে মনের ভিতরটা
আর একটু বদলে গেছে ,
যদি তোমার ভাবনা থেকে
মন এখন দূরে সরে রয়
সেটাতো গুনাহ মনে হয় ,
যখন তোমায় মনে করি
তখন আবার পুড়ে মরি ৷
সব সময় মনে একটা প্রশ্ন
কেন এমন হয় , আসলে
আমাদের সম্পর্ক্য কি !
তবে যে সম্পর্ক্য হোক
ছিন্ন করা আমার""
সার্ধ্যের বাহিরে রয়ে যাবে ৷
ভার কন্ঠে বলতে চাই
যদি ঐ সময় এ জীবনে
না আসতো, যে সময় তুমি
এই মনে ঘর বেধেছিলে,,,
তবে সেটা ঢের ভাল ছিল ৷