নীল কুসুমের বাগ ধরে
রাঙিয়ে পুস্প গোধুলী বেলায়
এলে না তুমি বাসন্তিকা ,
বয়ে চলা একা পথটি ধরে
এই ফাগুনের রৌদ্র খেলায়
এলে না তুমি বাসন্তিকা ৷


ঝিলের ধারে গাছের তলে
চেয়ে আছি নির্বাক জলে
এলে না তুমি বাসন্তিকা ,
বড় আশা করে তুলেছি
এক গুচ্ছ ভাটির ফুল
খোঁপায় পরাবো বলে
এলে না তুমি বাসন্তিকা ৷