জীবনের মানে কি ?
সেটা কি একটা সময়ের নাম ?
যার যাএা শুরু জন্ম থেকে ,
কেমন যেন বয়ে চলেছে,,,
স্টেশন বিহীন ট্রেনের মত
চলতে আছে তো আছে ,
আসলে এই চলন্ত জীবন
কি সত্যিকারের জীবন ?
নাকি এই জীবনের মধ্যে
আরো একটা জীবন আছে?
শৈশব কে ঘিরে একটা জীবন ,
ছাত্রজীবন,বেকারজীবন,চাকুরীজীবন
সংসারজীবন , এগুলো কি সেই
ট্রেনের এক একটা বগী ?
অবশ্য এগুলোর বাহিরে আরো
কিছু অতিরিক্ত বগী থাকতে পারে,
যাই হোক,এখন যদি এগুলো কে
জোড়া দেওয়া হয়, ,
তাহলে বলা যেতে পারে কি ?
এই ট্রেনের নাম মানব জীবন ৷
আমাদের এই ট্রেনটা না
একটু আলাদা রকমের ,
যাত্রি হয় না হোক তার চলা
সে চলতে থাকে ,
কারো জন্য থেমে থাকার
প্রয়োজন মনে করে না ৷