অন্তর বলে মনের কাছে
দাড়াও একটু কথা আছে
বিবেক বলে কাকে ডাকো
সে তো নেই তোমার মাঝে
সেতো গেছে তার কাছে
বেরিয়েছে সকাল সাজে,
অন্তর বলে আসবে কখন
বিবেক বলে ওহে অন্তর
সে নিজেই জানে না মন ৷
মনকে বলি একটু দাড়া
সে বলে আছে তাড়া
কে যেন ওপার থেকে
তাকে দিচ্ছে কত সাড়া ,
বিবেক বলে
অন্তর তুমি এখন একা
অন্তর বলে
তুমি তো আচ্ছা বোকা
আমার পাশে ভাবনা আছে
দেখি আমি তারই মাঝে
সপ্ন সাথী দিবা-রাত্রিতে
সে তো দেয় দেখা
বিবেক তখন চুপটি করে
হারিরে যাই দেশান্তরে
ভালবাসার অতৈ সাগরে
ভাবনার সাথে হয় কথা
অন্তরে অন্তরে ।।