আমি এসেছি একটি সংকীর্ন মানবহৃদয় থেকে  
একটি বিষাক্ত পদ্মজ্যোৎস্না অথবা একটি যাচ্ছেতাই হৃদপিণ্ড থেকে
অস্থির মশালের স্ফুলিঙ্গ থেকে, সভ্যতার নোংরা হস্তশিল্প থেকে  
আমার আঙুলগুলো উদ্ধত আর একজোড়া বিষাদাক্রান্ত চোখ!
কালের বিরুদ্ধে স্থির ধ্রুবতারার মতো ওরা জপ করে অভিশাপ, তীব্রতম ঘৃনা।


আমি গল্প বলি এক মাংসল যুবতীর, এক অভিশপ্ত শরীরের
স্মরণ করি কিছু অপাংক্তেয় স্তবক, পবিত্রতম কবিতার এক গা ঘিনঘিনে চরিত্র!


আমি এসেছি একটি ক্ষুদ্রতম স্বপ্ন থেকে
একটি মহত্তম জীবনের অশ্লীল অধ্যায় অথবা একটি নষ্ট চুম্বনের গল্প থেকে
দুর্বিনীত অগ্নুৎপাত থেকে, মিছিলফেরত যুবকের রক্তচক্ষু থেকে
আমার সংকল্পবদ্ধ পেশি আর শিরায় লেপ্টে থাকা যন্ত্রণা!
কুষ্ঠ রোগীর ক্ষতের মতো ঘৃণা করি তোকে
গড়িয়ে পড়া হলদে পুঁজের মতো ঘৃণা করি তোকে
তোর জন্য ঘৃণা, ঘৃণ্যতম অভিশাপ...