নিপীড়ন বিশ্বাস-অবিশ্বাসের চিত্র এঁকেছিলাম তোমার চোখে,
নি শ্বাসের এক জীবন বেঁচে থাকার আশ্বাসদায়ক সুখ রেখেছিলাম তোমার অপরিচিত বুকে!
এ অক্লান্ত পরি শ্রমের জীবন কয়দিনের? কত গুলো বসন্ত বা পার করি আমরা পাশাপাশি?
কেন তবে যেতে হয় এক শতাব্দী দূর, কেন ভাঙতে হয় অনাকাঙ্ক্ষিত বন্ধন!
রক্তিম পলাশের স্বপ্ন নিয়ে রাঙাই হৃদয়, দুঃখ ফেলে হাসিমুখে চাই তোমাকে! অথচ আমি জানতামই না তুমি কেবল এক বসন্তের মন ভালো করা প্রেম চাইলে!
আমি ভুল ট্রেনে চড়ে, সবটুকু ভালোবাসা দিলাম তোমায় এক জীবনের সব দুঃখ নিলাম নিজের করে।
তোমার সবটুকু দুঃখের ছাঁয়া কূপে আমায় ফেলে তুমি ছেড়ে গেলে ভালো থাকা রক্তিমা আভায়!
আবার একদিন, তুমি ছেড়ে যেতেই বললে ভালো থেকো, তুমি যে ভুল টিকিটে পথ হারালে সেও তোমায় বললো 'ভালো থেকো'।
অথচ এই ভুল স্টেশনের সময় শেষে অন্ধকার মধ্যরাতের উঠোনে আমরা কেউই ভাল থাকি না।
যদিও শেষ দেখায় বলে ফেলি তোমায় 'ভালো থেকো'।


"ভালো থেকো"