দাবানলে বনপোড়া পাখিদের কষ্টকে উপেক্ষা করে
তুমি সবুজ পৃথিবী গড়ে তুলতে পারবে না।
কেননা ডালে ডালে অকালমৃত্যুর যে ভয়
তা চোখ বুঝে ভুলে যেতে পারবে না কচি পাতারা,
ওরা তিলেতিলে মরে যাবে।
তাই নিজের নিঃশ্বাসের প্রয়োজনে এইসব পাখিদের তোমাকে বাঁচাতে হবে।
সর্বগ্রাসী দানবের মতো দাউদাউ জ্বলতে থাকা
আগুনের সামনে মাটিতে পা গেড়ে দাঁড়িয়ে পড়তে হবে
যেমন একপা পিছনেই খুড়ে রাখা হয়েছে তোমার কবর।
আগুন তোমাকে স্পর্শ করবে না।
দুইটি মৃত্যুর ঠিক মাঝখানে যে বিনা দ্বিধায় দাড়িয়ে পরে
সে মৃত্যুঞ্জয়ী।


বিগত সময়ের স্মৃতির চেয়ে প্রখর আগুন নেই।
হারানো মানুষেরা উর্বর জীবাশ্মর মতো বারবার
ফিরে আসে।আগুন হয়।জ্বলে ওঠে।জ্বালায়।
এই আগুনের সামনে মাটি কামড়ে দাড়িয়ে
থাকা ছাড়া তোমার আর কোন উপায় নেই।
কতবার মেনে নেবে এই অনন্ত আকাশে বেপরোয়া উড়ে চলা?