তবে নক্ষত্র হও,
উত্তপ্ত,আলো-ঝলমলে নক্ষত্র।
মিটিমিটি ঝলবে,আবার নিভে যাবে,
যেমন একটু বেজে নিদারুন নির্মমতায়  
থেমে গেছে পৃথিবীর সুন্দরতম ধূয়া।


তবু
যখন রাত ঘন-কালো,
যখন ঘিরে ধরে অন্তহীন দুঃখ
তখন জানালায় উঁকি দিয়ে
তোমাকে যাতে দেখে নিতে পারি
এক নিমিষে!
তাই তুমি নক্ষত্র হও,
যেহেতু এ দূরত্ব ঘোচার নয়...